[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

"আপনারা অবশ্যই অনির্বাচিত" — অন্তর্বর্তী সরকারের সমালোচনায় সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ৮:৫৭ পিএম

ফাইল  ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, "জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, বরং এটি ছিল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে উৎসারিত একটি গণঅভ্যুত্থান।"

" তিনি বলেন, "নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত—এ কথা আপনাদের প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে।"

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, "গণতন্ত্রের কথা বলে যদি উল্টো পথে যাত্রা করেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেন—তাহলে সেটা কি গণতন্ত্রের পক্ষে ইতিবাচক? এটা কি গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষার প্রতিফলন?"

তিনি অভিযোগ করে বলেন, “প্রধান উপদেষ্টা যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বিএনপি যখন একটি রোডম্যাপ দাবি করে, তখন বিভিন্ন উপদেষ্টারা আবার বলেন জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়। এটি জনগণের সঙ্গে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি।”

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার একটি বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “ফরিদা আপা বলেছেন, তারা নাকি নির্বাচিত হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো—কে তাদের নির্বাচিত করেছে? যদি গণঅভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতায় আসা হয়ে থাকে, তবে নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা কী?”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “রাস্তার আন্দোলনের মাধ্যমে যদি সরকার পরিবর্তন হয়, সেটা জনগণের আকাঙ্ক্ষা হতে পারে। কিন্তু তা হলেও, আপনারা একটি নির্বাচিত সরকারের বিকল্প নন।”

কবি ও চিন্তক ফরহাদ মজহরের একটি বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, কেবল লুটেরাদের সাম্রাজ্য গড়ে ওঠে। এই বক্তব্য হাজারো শহিদ, গণঅভ্যুত্থান ও সংগ্রামের অবমূল্যায়ন। এটা কি ভোটাধিকার, সাংবিধানিক অধিকার ও গণতন্ত্রকে অস্বীকার করার নাম নয়?”

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু নির্বাচন নিয়ে আপনার সময়সূচির বারবার পরিবর্তন জাতি ও আন্তর্জাতিক মহলে বিভ্রান্তির সৃষ্টি করছে। আপনি ডিসেম্বরে বলছেন এক কথা, আবার জুনে অন্য কথা—এ ধরনের অবস্থান জনগণের আস্থায় ঘাটতি তৈরি করে।”

তিনি বলেন, “আমরা আপনাদের সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা প্রস্তুতি নিচ্ছে জুনের মধ্যেই কাজ শেষ করার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, নির্বাচন নিয়ে বারবার তারিখ বদলানো হচ্ছে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর