ভাসানী অনুসারী পরিষদ’ থেকে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ভাসানী জনশক্তি পার্টি’।
রোববার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের সর্বসম্মত সম্মতিক্রমে দলটির আত্মপ্রকাশ ঘটে।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুকে চেয়ারম্যান ও আবু ইউসুফ সেলিমকে মহাসচিব করে ১২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন ২১ জন প্রেসিডিয়াম সদস্য, ১০ জন ভাইস চেয়ারম্যান, ৫ জন যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে নেতা। গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় ও স্থানীয় সব পর্যায়ের কমিটিতে কমপক্ষে ৩০ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবে এবং প্রতিটি কমিটির মেয়াদ হবে তিন বছর।
নতুন দলের মূলনীতি নির্ধারিত হয়েছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মীয় স্বাধীনতা, সাম্য ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিতে।
দলটির লক্ষ্য— মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনদর্শন ও সংগ্রামী চেতনা অনুসরণ করে একটি সাম্যভিত্তিক, মানবিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠন।
উল্লেখ্য, ২০১১ সালের ২০ জানুয়ারি গঠিত ‘ভাসানী অনুসারী পরিষদ’ ২০২২ সালের ৪ জুন থেকে রাজনৈতিক দল হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে এবং ‘গণতন্ত্র মঞ্চ’-এ যুক্ত হয়। পরবর্তীতে গণঅধিকার পরিষদ সরে দাঁড়ালে জোটটি ছয় দলের সমন্বয়ে গঠিত হয়।
এসআর
মন্তব্য করুন: