[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫ ১০:২২ পিএম

সংবাদ সম্মেলনে নতুন দলের নেতাসহ অন্যরা

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।

দলটির মূল স্লোগান— "এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার। 

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ করা হয়।

নতুন এ দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. আব্দুল মালেক ফরাজী।

তিনি বলেন, “দেশের মানুষ ও মাটির জন্য ড. মুহাম্মদ ইউনূসের মতো যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আমরা কারও দালালি করব না, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”

দলের যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান ঘোষণাপত্র পাঠ করে বলেন, “পক্ষপাতদুষ্ট রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আমাদের যাত্রা শুরু। আমরা নতুন রেনেসাঁ, গণজাগরণ ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে বৈষম্যহীন, প্রগতিশীল বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান এবং দলটির সহসভাপতি জামাল উদ্দিন জামাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক নাহিদ নিয়াজী প্রমুখ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর