জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, গত ১৬ বছরে দেশের এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয়নি।
তার ভাষায়, ঘুষ ও অনিয়ম যেন এখন সরকারি অফিস-আদালতের একটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত বলেন, “মন্ত্রী-এমপিরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
যারা এখন দুর্নীতিতে জড়িত, তারাও একসময় তোমাদের মতো শিক্ষার্থী ছিলেন। কিন্তু তারা সঠিক শিক্ষা ও মূল্যবোধ অর্জন করতে পারেননি।”
তিনি আরও বলেন, “দুর্নীতিবাজদের অনেকেই নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, ভালো রেজাল্ট করেছেন। কিন্তু নৈতিক শিক্ষার অভাবেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন।”
এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে মূল্যবোধ গঠনের ওপর জোর দিয়ে বলেন, “রিকশাওয়ালা যদি চায়, তবুও পদ্মা সেতুর মতো প্রকল্পে দুর্নীতি করতে পারবে না, কারণ তার সে সুযোগ নেই। তবে প্রকৃত সৎ মানুষ হলো সেই ব্যক্তি, যিনি সুযোগ পেয়েও দুর্নীতিতে জড়ান না।
এসআর
মন্তব্য করুন: