[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

নুরুল হক নুরসহ ২৯ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ৪:১৯ পিএম

ফাইল ছবি

খুলনায় ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ ২৯ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাত ৯টায় খুলনা সদর থানায় এই মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য মো. নাঈম হাওলাদার।

এদিকে, সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। গণঅধিকার পরিষদের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলাম ২০ মার্চ এই মামলা দায়ের করেন।

এছাড়া, জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে গণঅধিকার পরিষদের চার নেতার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা হয়েছে। সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য শেখ সাকিব আহম্মেদ বাদী হয়ে খুলনা থানায় এ মামলা করেন।

সংঘর্ষের পেছনে স্থানীয় পঞ্চবিথি ক্লাবের দখল সংক্রান্ত বিরোধ কারণ হিসেবে উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ক্লাবটি দখল করে স্থানীয়দের জিম্মি করে অর্থ আদায়সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম পরিচালনা করছিলেন।

এ বিষয়ে স্থানীয়রা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জানালে ১৮ মার্চ রাতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে ২০-২৫ জন আহত হন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের পৃথক তিনটি মামলা হয়েছে।

তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর