[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ১২:১৪ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার রাতে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, "নোয়াখালীর হাতিয়ার জাহাজমারায় অতর্কিত হামলা চালানো হয়েছে, যেখানে আব্দুল হান্নান মাসউদসহ ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।"

এর আগে, সোমবার সন্ধ্যায় একই ফেসবুক আইডি থেকে একটি লাইভ প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, হান্নান মাসউদের নেতৃত্বে চাঁদাবাজমুক্ত জাহাজমারায় একটি মিছিল অনুষ্ঠিত হয়।

হামলার বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর