[email protected] বুধবার, ৬ আগস্ট ২০২৫
২২ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫ ৫:৩০ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৫ ৫:৩৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৩১টি ব্যাংক হিসাবে থাকা ৩৯৪ কোটি টাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা তাদের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র সরানোর চেষ্টা করছেন। তাই তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে, গত ১১ মার্চ একই আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর