[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

দ্রুত সংস্কারে ঐকমত্য তৈরি হবে, আশা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৫৯ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘আমরা আশা করছি যে, দ্রুত সংস্কারের জন্য ঐকমত্য সৃষ্টি হবে।

 আমাদের প্রধান প্রত্যাশা হচ্ছে, অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’’

শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘‘নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছে ড. ইউনূস সংস্কারের জন্য যে রিপোর্ট দিয়েছেন, তা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। দলের প্রতিনিধিরা কমিশনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এবং একমত হওয়ার চেষ্টা করবেন। আজকের আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত তুলে ধরেছে।’’

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর