[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

পিকনিকের বাস থেকে জয় বাংলা স্লোগান, অতঃপর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৮ পিএম

ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় পিকনিক শেষে ফেরার পথে একটি বাস থেকে জয়বাংলা স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীদের মতে, টাঙ্গাইলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ময়মনসিংহের হালুয়াঘাটে পিকনিকে গিয়েছিল।

ফেরার পথে বাসটি বিএনপির একটি মিছিলের সামনে পৌঁছালে ভেতর থেকে স্লোগান শোনা যায়।

এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা বাসটিকে থামিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলতে চান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে বাসটিকে থানায় নিয়ে যায়। তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, শিক্ষার্থীরা কোনো উসকানিমূলক স্লোগান দেয়নি।

যাচাই-বাছাই শেষে রাত ১১টার দিকে শিক্ষার্থীদের তাদের শিক্ষকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর