[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৩৪ পিএম

ফাইল ছবি

আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শিক্ষার্থী ও স্থানীয় জনতার একটি অংশ সেখানে অবস্থান নিয়ে কাউয়া কাউয়া স্লোগান দেন এবং বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেন।

এর আগে, বুধবার দিবাগত রাতে একটি ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের ওপর হামলা ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা বাড়ির আসবাবপত্র এবং ছাদের কিছু অংশ ভাঙচুর করেন।

এ সময় একটি পুরোনো গাড়িতে আগুন দেওয়া হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর ওই বাড়িতে নেই; সেখানে তার ছোট ভাই কাদের মির্জার বসবাস।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনায় তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেছেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর