[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

চার বিচারকের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদালত ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫ ৭:৩০ পিএম
আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ৭:৩৫ পিএম

ফাইল ছবি

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চার বিচারকের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আদালত ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি চলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল এবং বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, আগস্ট বিপ্লবের পরও এই বিচারকরা আগের সরকারের মদতদাতা হিসেবে কাজ করে যাচ্ছেন। তারা ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আন্দোলনকারীদের হুমকির সম্মুখীন হতে হয়েছে।

আন্দোলনের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন কিছু আন্দোলনকারী ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এতে আদালতের কয়েকটি জানালার কাচ ভেঙে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর