সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী সোলেমান মিয়া হামলার শিকার হয়েছেন।
অভিযোগ উঠেছে, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। আহত সোলেমান মিয়া উপজেলার চিকাডহর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সোলেমান মিয়া বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন। মামলার সূত্রে জানা যায়, যুবলীগ নেতা জুয়েল আহমদ দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ-শাহ আরেফিন সড়কে পাথরবাহী যান থেকে চাঁদা আদায় করছিলেন।
সরকারের পরিবর্তনের পর চাঁদাবাজি কিছুটা কমলেও জানুয়ারির শুরু থেকে তা আবার বাড়তে থাকে। এ নিয়ে বৈষম্যবিরোধী কর্মীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সোলেমান মিয়া বাড়ি থেকে ভোলাগঞ্জ যাওয়ার পথে নোয়াগাঁও গ্রামে যুবলীগ নেতার বাড়ির সামনে হামলার শিকার হন।
অভিযোগ রয়েছে, জুয়েল আহমদসহ কয়েকজন মিলে তাকে মারধর করেন।
এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা জুয়েল আহমদের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলায় জুয়েল আহমদকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: