ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে তারা আগামী নির্বাচন নিয়ে ঐক্যের আশা প্রকাশ করেন।
এদিকে, বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জামায়াত-ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্য নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, ভালো।"
এ দুই দলের ঐক্যে বিএনপি কি উদ্বিগ্ন, এমন প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন, "এখানে উদ্বেগের কিছু নেই। যারা রাজনীতি করেন, তারা নিজেদের মতামতের ভিত্তিতে ঐক্য গড়তে পারেন। এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। একসময় এক দল অন্য দলকে সমালোচনা করেছে, আবার আন্দোলনে একমত হয়েছে। এটা স্বাভাবিক। ভবিষ্যতে হয়তো তারা একমত না-ও থাকতে পারে, তাতেও অবাক হওয়ার কিছু নেই।"
তিনি আরও বলেন, "আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে ঘোষণা করেছেন যে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, যদি আল্লাহ সুযোগ দেন, আমরা সবাই একত্র হয়ে জনগণের কল্যাণে কাজ করব। আমাদের মধ্যে ইতোমধ্যে একটি জোট তৈরি হয়েছে, এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তারা আমাদের সঙ্গে থাকবেন।"
এ বৈঠকে খেলাফত মজলিসের প্রতিনিধি দলে ছিলেন- দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল, এবং আবদুল জলিল।
এসআর
মন্তব্য করুন: