[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫ ৯:৪৭ এএম

ফাইল ছবি

ঢাকার বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিরপুর থানা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে হাতাহাতির সৃষ্টি হয়, এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের ছাত্র রনি, এবং সাফরান। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুর থানা কমিটির পদবঞ্চিত কিছু সদস্য দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা কেন্দ্রীয় কার্যালয়ে এসে প্রতিবাদ জানান। একপর্যায়ে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান এ বিষয়ে বলেন, "কিছু ব্যক্তি মিরপুর থানার কমিটিতে যুক্ত হতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তবে বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি।"

সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর