[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

আ.লীগ ২-৩ মাসের মধ্যে রাজনীতিতে ফিরবে: আরাফাত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫ ৫:১৭ পিএম

ফাইল ছবি

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বৈঠকে তিনি দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন বলে জানা গেছে।

এটি সফল হলে, এটাই হবে শেখ হাসিনার প্রথম ভার্চুয়াল বৈঠক।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে জানিয়েছেন, আওয়ামী লীগ আগামী ২-৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে।

তবে কীভাবে দলটি ঘুরে দাঁড়াবে, সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা তিনি দেননি।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানিয়েছেন, শেখ হাসিনা এর মধ্যেই তৃণমূল ইউনিটের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তিনি বলেন, "দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের। আমরা সব প্রতিকূলতা মোকাবিলা করে ঘুরে দাঁড়াব। লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনে অংশ নেব।"

রাজনৈতিক বিশ্লেষকদের মতামত
রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরীন বলেছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই। তাঁর মতে, ভার্চুয়াল বৈঠক দলটিকে সংগঠিত করার একটি রাজনৈতিক কৌশল হতে পারে। তবে শেখ হাসিনা কী বার্তা দেন, সেটি গুরুত্বপূর্ণ।

আওয়ামী লীগের বর্তমান অবস্থা
দলটির নেতাদের বক্তব্য থেকে জানা গেছে, জেলবন্দি নেতা-কর্মীদের বাইরে থাকা নেতাদের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিকল্প নেতাদের সঙ্গে কাজ শুরু হয়েছে।

ব্রিটেনসহ কয়েকটি দেশের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি শেখ হাসিনা ফোনে তৃণমূল নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে বিতর্কিত কয়েকজন নেতা, বিশেষত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, গণমাধ্যমে মন্তব্য করা বা দলীয় কর্মকাণ্ডে জড়িত হওয়ার অনুমতি পাননি বলে জানা গেছে।

জানুয়ারি মাসে বৈঠক
আগামী ১৯ জানুয়ারি শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন। লন্ডনে থাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন খান জানিয়েছেন, বৈঠকটির জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন।

জেলে ও আত্মগোপনে থাকা নেতারা
দলের শীর্ষ নেতাদের মধ্যে অনেকে জেলে আছেন, যেমন ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, এবং কামরুল ইসলাম। অন্যদিকে শেখ ফজলুল করিম সেলিমসহ বেশ কয়েকজন নেতা দেশের বাইরে আত্মগোপনে আছেন।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি কারাগারে, আর ড. হাছান মাহমুদ এবং মাহবুব উল আলম হানিফ আত্মগোপনে আছেন।

এদিকে সম্পাদকমণ্ডলীর সদস্যদের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার অবস্থানও অজানা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর