[email protected] বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫ ৪:৫১ পিএম

ফাইল ছবি

আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৭২ সালের এই দিনে তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি এবং পুরো মুক্তিযুদ্ধকালীন সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭২ সালের ৮ জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। লন্ডন এবং নয়াদিল্লি হয়ে তিনি ১০ জানুয়ারি ঢাকায় ফেরেন। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জনসমাবেশে বক্তব্য দেন বঙ্গবন্ধু।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দিনটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হতো।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ উদযাপন অনিশ্চিত। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন ঘটে এবং দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান।

বর্তমানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ শীর্ষ নেতা আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন।

তবে, গত বুধবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ জানুয়ারি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ। এছাড়াও আলোচনা সভা আয়োজনের কথাও বলা হয়েছে।

তবে, সম্প্রতি আওয়ামী লীগের ফেসবুক পেজে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়িত হতে দেখা যায়নি। গত বছরের ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ১৪ ও ১৬ ডিসেম্বরের কর্মসূচিগুলোও মাঠে কার্যকর হয়নি। ফলে এবারের আয়োজন নিয়ে সংশয় রয়ে গেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর