উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে খালেদা জিয়া লন্ডন যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীও থাকবেন। ঢাকা থেকে দোহা হয়ে লন্ডন ফ্লাইটে তারা যাবেন। এর পাশাপাশি, মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা সহ কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের ৪ জন চিকিৎসক এবং তাদের সহকারীরা থাকবেন।
ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়াকে লন্ডনের একটি পুরানো ক্লিনিকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাকে, যেখানে চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং পরবর্তী চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
এছাড়া, লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানসহ স্থানীয় বিএনপির নেতারা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
এসআর
মন্তব্য করুন: