[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ভারতের বিপক্ষে সৈকতের সাহসী সিদ্ধান্ত, আঁতে ঘা লেগেছে অশ্বিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৭:৪৬ পিএম

ফাইল ছবি

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার মেলবোর্ন টেস্টে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

ম্যাচের শেষদিনে তার দেওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাজঘরের পথ ধরতে হয় ভারতের যশস্বী জয়সোয়ালকে। এই সময়ে, ভারতীয় দলের সকল আশা ছিল জয়সোয়ালের ওপর, যিনি ৮৪ রান নিয়ে একে একে ম্যাচ বাঁচানোর চেষ্টা করছিলেন। তবে সৈকতের সিদ্ধান্তের ফলে তাকে ফিরতে হয় সাজঘরে, যার ফলে ভারতের হার দ্রুত ত্বরান্বিত হয়।

ম্যাচ শেষে ভারতের পক্ষ থেকে সৈকতের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানানো হয়। তবে সৈকত প্রশংসা পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং সাবেক আন্তর্জাতিক আম্পায়ার সাইমন টফেলের কাছ থেকে।

এছাড়া, ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সামাজিক মাধ্যম এক্স-এ সৈকতের ছবি দিয়ে খোঁচা দেন। তিনি লিখেছেন, "স্নিকোমিটার এখন ট্রেন্ডিংয়ে। এই সুযোগে এই লোকটিকে (সৈকত) ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত।" এরপর তিনি সংযোজন করেন, "মজা করেই বলছি।" অশ্বিনের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর