[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

ছাত্রদের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ার সুযোগ এসেছে, এটি কাজে লাগাতে হবে: সাকি"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪ ৬:২০ পিএম

ফাইল ছবি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। এই সুযোগকে কাজে লাগানোর জন্য মতপার্থক্য থাকা সত্ত্বেও সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত "ঐক্য, সংস্কার, নির্বাচন" শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, "ছাত্র-তরুণরা আমাদের ধ্বংসের পথে যাওয়া দেশকে নতুন করে গড়ার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে এবং মতপার্থক্য সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকতে হবে।"

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধানে স্বৈরাচারী কাঠামোর গোড়াপত্তন হয়েছে এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, যেখানে সরকার ও বিরোধী দল উভয়ের প্রতিনিধিত্ব থাকবে। তিনি বলেন, "প্রতিটি ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর