[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪ ৩:১৪ পিএম

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গণআন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, "আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।"

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে আগেই প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কিছুদিন আগে এ বিষয়ে দৃঢ় অঙ্গীকার করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর