[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ সম্পর্কে যা বললেন সোহেল তাজ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪ ২:০৮ পিএম

ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ সম্প্রতি আওয়ামী লীগের সরকারের সাম্প্রতিক হত্যাকাণ্ড, নির্যাতন এবং গত ১৫ বছরের দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এসব অপকর্মের সমর্থনকারী এবং অর্থ পাচারকারীদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহেল তাজ বলেন, "দেশ থেকে কোটি কোটি টাকা পাচার ও দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করেছি।

আমি সত্য কথা বললে কেউ ক্ষুব্ধ হলে আমার কিছু যায় আসে না।"

তিনি আরও বলেন, যারা এসব অনিয়ম দেখেও না দেখার ভান করে, তাদের সঙ্গে তিনি সম্পর্ক রাখতে আগ্রহী নন।

তার পারিবারিক শিক্ষা তাকে চরিত্র দিয়ে মানুষকে বিচার করতে শিখিয়েছে, প্রভাব-প্রতিপত্তি বা ধনসম্পদ দিয়ে নয়।

সোহেল তাজ বলেন, "আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর