[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

তারেক রহমানের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ৩:৫১ পিএম

তারেক রহমান

হাইকোর্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলাটি বাতিলের আদেশ দেন।

২০১৫ সালের ৮ জানুয়ারি, তেজগাঁও থানায় তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল যে তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিলেন।

এর আগে, গত ২১ আগস্ট নোয়াখালীতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলায় প্রমাণের অভাবে তাকে খালাস দেন আদালত।

একই বেঞ্চ বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাও বাতিল করেছেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামালসহ বিশিষ্ট আইনজীবীরা।

আদালত বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন, যা এ ক্ষেত্রে ছিল না।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর