অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ।
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তার অবিচল ভূমিকা, দেশের উন্নয়নে অবদান এবং তার প্রতি জনগণের গভীর শ্রদ্ধা বিবেচনায় নিয়ে সরকার তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা আমাদের সবার জন্য উদ্বেগের বিষয়।
অন্তর্বর্তী সরকার শুরু থেকেই তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার প্রতি জনগণের আবেগ ও শ্রদ্ধার প্রতিফলন হিসেবেই সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এসআর
মন্তব্য করুন: