[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ৯:৪০ পিএম

সংগৃহীত ছবি

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর আনিস আলমগীর সাংবাদিকদের জানান, ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে তাকে ডিবি সদস্যরা নিয়ে আসেন।

এ সময় ডিবির পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

তবে কী কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে—এ বিষয়ে এখন পর্যন্ত ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি টেলিভিশন টক শোতে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর