ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজাকারদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। এতে সাধারণ মানুষও অংশ নেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে অবস্থিত ঘৃণাস্তম্ভে এ কর্মসূচি শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্যভেদে জুতা নিক্ষেপকারীদের জন্য প্রতীকী পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছিল।
ঘটনাস্থলে দেখা যায়, ঘৃণাস্তম্ভের পেছনের দেয়ালে একাত্তরের যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ছবি ও মুক্তিযুদ্ধকালীন কিছু ঐতিহাসিক আলোকচিত্র টানানো হয়েছে। এসব ছবির মাধ্যমে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের ভূমিকা তুলে ধরা হয়।
কর্মসূচির আয়োজক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন,
১৯৭১ সালে যাঁরা এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছেন, তাঁদের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিবাদ প্রকাশ করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে না যায়।
এসআর
মন্তব্য করুন: