ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার
উন্নতির কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়নে জানা গেছে, তার মস্তিষ্কে ফোলাভাব আগের তুলনায় বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলে বিবেচিত হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হাদির ওপর গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি সমন্বিত বোর্ড জানায়, সাম্প্রতিক সিটি স্ক্যানে সেরিব্রাল ইডেমা বৃদ্ধির প্রমাণ মিলেছে। পাশাপাশি তার হৃদস্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে কিছুটা বেশি রয়েছে, যদিও প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
চিকিৎসকদের মতে, ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত চাপের কারণে রক্তচাপে ওঠানামা হচ্ছে। ফুসফুসের কার্যক্রম ও ভেন্টিলেটর সাপোর্ট আপাতত স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। কিডনির কার্যক্ষমতা বর্তমানে সন্তোষজনক থাকলেও হরমোনজনিত সমস্যার কারণে প্রস্রাবের পরিমাণে তারতম্য দেখা যাচ্ছে, যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া রক্ত জমাট বাঁধা, রক্তে শর্করার মাত্রা এবং শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালেন্স সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির সামগ্রিক অবস্থা এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
মেডিকেল বোর্ড আরও জানায়, পরিবার বা সরকার চাইলে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে হাসপাতালে ভিড় না করা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন।
এসআর
মন্তব্য করুন: