[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

বিদেশগামীদের জন্য জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ৮:৪২ পিএম

সংগৃহীত ছবি

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সরকার।

আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের অধীনে পরিচালিত মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্মের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ প্রদান করা হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেবার মাধ্যমে বিদেশগামী নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল সেবার ফলে ব্যাপকভাবে সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে এ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যা একটি উল্লেখযোগ্য মাইলফলক।

তবে বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সম্প্রতি একটি অসাধু চক্র অ্যাপোস্টিল সনদ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রমে লিপ্ত রয়েছে। এসব চক্র সরকার ব্যবহৃত ডোমেইনের সঙ্গে মিল রেখে একাধিক জাল ওয়েবসাইট ও ডোমেইন ব্যবহার করছে।

এরই মধ্যে দুটি জাল সার্টিফিকেটসংবলিত ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে, যার লিংক—

এ ছাড়া গত আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশের কাছে পত্র পাঠানোর পর জাল ডোমেইন https://apostile.mygov-bd.com/ এবং https://apostiller-bd.com/ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে জালিয়াত চক্র শনাক্ত করে আইনের আওতায় আনতে

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর