জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে শিগগিরই ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-১’ পরিচালনা করে আসছে।
এর ধারাবাহিকতায় এবার ফেইজ-২ শুরু করা হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগ্নেয়াস্ত্রের প্রয়োজন হলে তাদের লাইসেন্স প্রদান করা হবে। পাশাপাশি, যেসব প্রার্থীর আগ্নেয়াস্ত্র বর্তমানে সরকারের হেফাজতে রয়েছে, সেগুলোও নির্বাচন উপলক্ষে ফেরত দেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: