ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) গুলিবিদ্ধ হওয়াকে অমানবিক ও নৃশংস হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ এবং এটি নির্বাচনি পরিবেশ নষ্ট করার জন্য পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ।
দেশে কিছু কুচক্রী মহল এই ধরনের হামলার মাধ্যমে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, হাদির ওপর হামলাটি সেই অপতৎপরতারই নির্মম প্রকাশ। জনগণকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে এবং নির্বাচনী পরিবেশ ও গণতন্ত্রের পথচলা বাধাগ্রস্ত করতে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে।
বিএনপি এই নাশকতাকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার দাবি জানিয়েছে।
দলটি হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে এবং হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করছে।
এর আগে দুপুরে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন হাদি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এসআর
মন্তব্য করুন: