ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে কোনো শক্তিই ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে অথবা আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।
এছাড়া যারা অনৈতিক দাবির মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদেরও এই সরকার কঠোরভাবে মোকাবিলা করবে।”
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা অতীতের স্বৈরাচারী কর্মকাণ্ডে জড়িত, তারা নিজেরাই নির্বাচন থেকে সরে গেছে।
তারা রাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সুযোগ পাবে, কিন্তু অতীতের মতো সহিংসতা ঘটাতে দেওয়া হবে না।”
শফিকুল আলম আরও বলেন, “জনগণ এখন সচেতন এবং নির্বাচনের প্রতি তাদের আস্থা দৃঢ়। এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।
এসআর
মন্তব্য করুন: