[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

সচিবালয় ভাতা’ আন্দোলন থেকে ১১ জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ২:২৭ এএম

সংগৃহীত ছবি

সচিবালয় ভাতা’ চালুর দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলনের সময় ১১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল থেকে তাদের হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

আটকদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী রয়েছেন। বাকি আটকদের পরিচয় এখনো জানা যায়নি।

ডিসি মাসুদ আলম বলেন, “সচিবালয়ের মতো কেপিআইভুক্ত এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।


অপরদিকে, পুলিশের যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান জানান, প্রশাসনের নির্দেশ অমান্য করে গুরুত্বপূর্ণ স্থানে বিশৃঙ্খল আচরণের কারণেই কয়েকজনকে আটক করা হয়েছে।

বুধবার সচিবালয়ের সকল মন্ত্রণালয়–বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ প্রদানের দাবিতে কর্মসূচি পালন করেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় তিনি প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকেন। রাতে সরকারি আদেশ (জিও) জারির আশ্বাস পেয়ে তারা আন্দোলন স্থগিত করেছিলেন।

তবে বৃহস্পতিবার নির্ধারিত সময় বেলা ৩টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আন্দোলনকারীরা পুনরায় সচিবালয়ে জড়ো হয়ে স্লোগান দেন এবং আগামী সপ্তাহ থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা করেন।

এ সময় প্রথমে পাঁচজন ও পরে আরও ছয়জনকে আটক করে পুলিশ—মোট আটকের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সচিবালয় ও যমুনায় সভা–সমাবেশ নিষিদ্ধ। টানা দ্বিতীয় দিন এ নিষেধাজ্ঞা অমান্য করায় সংশ্লিষ্টদের হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর