২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সিইসি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ৩০০ আসনে ভোটগ্রহণের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতেও জনগণ মতামত প্রদান করবে।
তিনি আরও জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী—
উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এসআর
মন্তব্য করুন: