[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট

সাইদুর রহমান

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ২:৪০ এএম

সংগৃহীত ছবি

নির্বাচনকে ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।

আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট

ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে এই দুই গুরুত্বপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে। বুধবার বিকালে সিইসির ভাষণ রেকর্ড করেছে বিটিভি ও বাংলাদেশ বেতার।

রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক

তফসিল ঘোষণার আগে আনুষ্ঠানিকতা হিসেবে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এএমএম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে তারা সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা চান। রাষ্ট্রপতিও সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন বলে ইসির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

সীমানা পরিবর্তন ও আদালতের নির্দেশনা

তফসিল ঘোষণার আগের দিন আপিল বিভাগের রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর ফলে গাজীপুরে একটি আসন কমে যাবে এবং বাগেরহাটে পূর্বে কেটে নেওয়া একটি আসন পুনর্বহাল হবে। আজ তফসিল ঘোষণার আগে সীমানা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন সীমানা অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতির নির্দেশও দেওয়া হয়েছে।

 

এদিকে এখনো নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ না হলেও মনোনয়নপত্র ছাপার কাজ শুরু করেছে ইসি।

তফসিলের পর কঠোর আচরণবিধি

ইসি জানিয়েছে, আজ তফসিল ঘোষণা হলে আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আগাম প্রচার সামগ্রী অপসারণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব এবং ত্রাণ বা অনুদান বিতরণ বন্ধ রাখাসহ নানা নির্দেশনা সম্বলিত পরিপত্র জারি করবে কমিশন। এছাড়া সরকারি প্রকল্প অনুমোদন স্থগিত রাখার বিষয়েও সরকারকে চিঠি পাঠানো হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর