[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

পুলিশি নিরাপত্তায় ৬ ঘন্টা পর সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ৮:৩৪ পিএম

সংগৃহীত ছবি

টানা ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি পুলিশি এসকর্টে সচিবালয় ছাড়েন।

এর আগে বিকেল ২টার পর থেকেই ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন।

তারা হ্যান্ড মাইক ব্যবহার করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং উপদেষ্টার দরজার সামনেই বিক্ষোভ চালান।

রাতের দিকে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করলে আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন।

শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পুলিশি নিরাপত্তায় অর্থ উপদেষ্টা সচিবালয় ত্যাগ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর