[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

মাহফুজ ও আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই তাদের পদত্যাগ কার্যকর হবে।

শফিকুল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন।’

এর আগে একই দিন সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিয়ে পদত্যাগপত্র জমা দেন মাহফুজ ও আসিফ। এদের মধ্যে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আসিফ মাহমুদ দায়িত্ব সামলাচ্ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সরকার-সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও সময় চান। এমনকি মাহফুজ আলম সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং জানিয়েছিলেন, তিনি নির্বাচন করবেন না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর