সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের জন্য ২০
শতাংশ সচিবালয় ভাতা চালুর দাবিতে আন্দোলনরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মীরা এবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের দপ্তরের সামনে এই পরিস্থিতি দেখা যায়।
স্থানীয়ভাবে উপস্থিত হয়ে দেখা যায়—বিক্ষোভকারীরা উপদেষ্টার কক্ষের দরজার সামনে বসে দাবি জানাচ্ছেন। হাতে হ্যান্ডমাইক নিয়ে তারা “জিও চাই” ধ্বনি দিতে দিতে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
উপদেষ্টা ও সচিবের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের সদস্যরা উপদেষ্টার একান্ত সচিবের কক্ষে অবস্থান নিয়েছেন। সেখানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও উপস্থিতি দেখা গেছে। নিরাপত্তা জোরদারে পুলিশের ডিসি জহিরুল ইসলামও একই কক্ষে অবস্থান করছেন। মন্ত্রণালয়ের নিচতলায়ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, উপদেষ্টা বিক্ষোভকারীদের জানিয়েছিলেন যে সোমবার তাদের দাবির বিষয়ে জিও জারি করা হবে। তবে বিক্ষোভকারীরা সেই আশ্বাসে সন্তুষ্ট নন। বর্তমানে উপদেষ্টা ও সচিব দু’জনই কক্ষের ভেতরে অবস্থান করছেন।
এর আগে সচিবালয়ে যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে একাধিক আদেশ দেয় সরকার। চলতি সপ্তাহে তফসিল ঘোষণার পর নতুন করে সব ধরনের অননুমোদিত সমাবেশ ও কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে নানা দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: