[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

সচিবালয়ে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ, টানটান উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ৬:৩২ পিএম

সংগৃহীত ছবি

২০ শতাংশ ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছেন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় উপদেষ্টার দপ্তরের সামনে তারা অবস্থান নেন এবং দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন।

বিকেল ৫টা ১৫ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের মূল গেটে দেখা যায়—বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারী একত্রিত হচ্ছেন। হাতে মাইক নিয়ে তারা আরও সহকর্মীকে যোগ দিতে আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে অবস্থান নেওয়া কর্মকর্তাদের অভিযোগ, তাদের দাবির বিষয়ে সরকার এখনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেয়নি।

তারা বলেন, “আমাদের জন্য জিও (সরকারি আদেশ) জারি না হওয়া পর্যন্ত সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আজ দাবি পূরণ করতে হবে—নইলে কাউকেই বের হতে দেওয়া হবে না, এমনকি পুলিশ প্রটেকশনেও নয়।”

আন্দোলনকারীরা জানান, এর আগে রেশনের দাবিতেও অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন তারা। তখন আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণাও কার্যকর হয়নি বলে অভিযোগ তাদের। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না—উপদেষ্টার এমন বক্তব্য আন্দোলনের ক্ষোভ আরও বাড়িয়েছে।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এ কর্মসূচি চলছে।

পরিস্থিতি উত্তপ্ত থাকলেও এখন পর্যন্ত কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর