[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ৫:১৯ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষণা করা হবে।

এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এদিন বিকেল ৪টায় নির্বাচন ভবনের কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি নাসির উদ্দিন। ভাষণ রেকর্ড শেষে তিনি সকল নির্বাচন কমিশনারকে নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে তফসিল ঘোষণার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানান।

এর আগে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন তফসিল ঘোষণার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া বিদেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার—অর্থাৎ আউট অব কান্ট্রি ভোট বিষয়ে তার আগ্রহ ছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রপতির পক্ষ থেকে নির্বাচন কমিশন সর্বোচ্চ সহযোগিতা পাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর