বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনা ও উন্নয়নের জন্য বিস্তারিত পরিকল্পনা শুধু বিএনপিরই রয়েছে; অন্য কোনো রাজনৈতিক দলের এমন পরিকল্পনা নেই।
মঙ্গলবার বিকেলে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের অতীতের কার্যক্রম দেখলেই বোঝা যায়—তাদের কাছে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। শুধু কথার ফুলঝুড়ি দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না, মানুষের খাদ্য, কর্মসংস্থান বা জীবিকার নিশ্চয়তা আসে না। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা।”
তিনি আরও বলেন, জনগণ বিএনপির কাছে জানতে চায়—দেশকে কীভাবে এগিয়ে নেওয়া হবে এবং বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করা হবে। তাই দেশের সার্বিক উন্নয়ন নিয়ে দলের পূর্ণাঙ্গ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে।
দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, নারীশিক্ষার বিস্তার, ক্রীড়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যখাত, বেকারত্ব দূরীকরণ, তরুণদের প্রশিক্ষণ, শিল্পায়নসহ বিভিন্ন খাতে বিএনপির নেওয়া উদ্যোগ ও পরিকল্পনাসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি।
পাশাপাশি ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন প্রস্তাবিত কর্মসূচিও তুলে ধরেন।
এসআর
মন্তব্য করুন: