[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৮:২৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আমল স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।

যাদের বদলি করা হয়েছে

সহকারী পুলিশ সুপার (এএসপি) পর্যায়:

  • শিহাব করিম, সহকারী পুলিশ কমিশনার (এসি), কেএমপি → বিশেষ শাখা (এসবি)
  • মো. আবুল কালাম, সহকারী পুলিশ কমিশনার (এসি), সিএমপি → নৌ পুলিশ
  • মো. মাজহারুল হক, সহকারী পুলিশ সুপার, র‌্যাব → এপিবিএন
  • মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, র‌্যাব → এপিবিএন

অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়:

  • আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম → সিরাজগঞ্জ
  • সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট রেঞ্জ ডিআইজি অফিস → সুনামগঞ্জ
  • মো. মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দফতর → ঝিনাইদহ
  • শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, খাগড়াছড়ি → ঝিনাইদহ
  • জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ → সিলেট
  • মো. খায়রুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি → হবিগঞ্জ
  • আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা সি-সার্কেল → খুলনা সদর
  • মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টার → নওগাঁ
  • মো. রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ → ফরিদপুর ভাঙ্গা সার্কেল
  • মুহাম্মদ শাহাদাৎ, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি → খাগড়াছড়ি
  • মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার), পুলিশ সদর দফতর → খুলনা সি-সার্কেল

বদলির তালিকাভুক্ত কর্মকর্তাদের আগামী ১৩ ডিসেম্বর, শনিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর