[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

আইজিপিকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৫:৫৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে শাহীদ পিন্টু স্মৃতি সংসদ সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচিতে ওয়ারী, গেন্ডারিয়া ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন। শহীদ পিন্টু স্মৃতি পরিষদের আহ্বানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফরহাদ আহমেদ ডলার। তিনি অভিযোগ করেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনে তৎকালীন স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও বর্তমানে আইজিপি বাহারুল আলমের নাম উঠে এসেছে।

তিনি ৪৮ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করার ঘোষণা দেন ডলার।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শাহবাগ মোড় বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন তাদের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

উল্লেখ্য, আইজিপির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পর থেকেই শহীদ পিন্টু স্মৃতি সংসদ ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। একই দাবিতে তারা সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর