[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

বিজয় দিবসে টিকিট ছাড়াই জাদুঘর পরিদর্শনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫০ এএম

ফাইল ছবি

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে।

একই সঙ্গে দেশের সব সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্রও শিশুদের জন্য সারাদিন বিনামূল্যে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর