জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে রবিবার বিকেলে তার নিজ বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
ডিবি পুলিশের প্রধান শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, এটি পুরনো একটি মামলার ভিত্তিতে গ্রেপ্তার। শওকত মাহমুদ এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, তবে শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়। ২০২৪ সালের নির্বাচনে তিনি কুমিল্লা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
জুলাই-আগস্ট আন্দোলনের পর তিনি নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ গঠন করেন এবং মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এসআর
মন্তব্য করুন: