[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়ল এক ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ৬:২৯ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার কারণে সময় ব্যবস্থাপনা উন্নত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর অংশ হিসেবে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রবীণ, পঙ্গু ও সন্তানসম্ভবা ভোটারদের জন্য কেন্দ্রগুলোতে বিশেষ সহায়তার নির্দেশনাও জারি করা হবে।

রোববার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ এসব সিদ্ধান্তের তথ্য জানান।

সভায় সিইসি, অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানাউল্লাহ বলেন, ভোটের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। এখন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অর্থাৎ সকাল ও বিকেলে আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, যেসব ভোটকক্ষে স্থান সংকুলান হবে, সেখানে একাধিক মার্কিং প্লেস (সিক্রেট বুথ) স্থাপন করা হবে। আর বুথ বাড়ানোর পর্যাপ্ত জায়গা না থাকলে প্রয়োজন অনুযায়ী আলাদা একটি বুথ তৈরি করতে হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর