[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

চলতি সপ্তাহেই আসছে নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ৪:১৯ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন, যা রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশনকে চিঠি পাঠানো হবে।

রোববার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে।

এছাড়া সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার ও বিটিভিকে পরদিনই চিঠি দেওয়া হবে।

তিনি আরও জানান, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করা হয়েছে।

এই তালিকায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাংকের কর্মকর্তারা থাকবেন।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভ তালিকায় রাখা হয়েছে।

পূর্বের মতো প্রতিটি কেন্দ্রে ভোটের সামগ্রী ও ব্যালট পেপার আগের রাতেই পৌঁছে দেওয়া হবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। কমিশনের অন্য সদস্যরা, ইসি সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর