সিন্ডিকেট প্রথা বিলোপ, এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার) সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি)।
শনিবার (৬ ডিসেম্বর) সংগঠনটি গণমাধ্যমকে জানায়, দাবিগুলো পূরণ না হলে রাজধানীর আগারগাঁওস্থিত বিটিআরসি কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এমবিসিবির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানান, রোববার সকাল থেকে সব দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা বিটিআরসির সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। এছাড়া অতিরিক্ত করের কারণে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দামও বেড়ে যাবে।
এর আগে গত ৩০ নভেম্বর একই দাবিতে সারাদেশে দোকান বন্ধ রাখেন মোবাইল ব্যবসায়ীরা।
এনইআইআর সংস্কারের দাবিতে আগের রাতে এমবিসিবি এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।
এসআর
মন্তব্য করুন: