[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানি অনুমতি দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩৮ পিএম

সংগৃহীত ছবি

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিতে যাচ্ছে সরকার।

প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে, এবং প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করা যাবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যারা আমদানির জন্য আবেদন করেছেন, কেবল তারাই পুনরায় আবেদন দাখিলের সুযোগ পাবেন। একজন আমদানিকারক একবারই আবেদন করতে পারবেন।

কৃষি মন্ত্রণালয় জানায়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

এদিকে বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মৌসুমের শুরুতেই কেজিপ্রতি দাম ২০–৩০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর