ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মহাখালী এলাকায়
যেসব ব্যানার, ফেস্টুন ও পোস্টার অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে, সেগুলো অপসারণ করেছে। এটি ডিএনসিসির নিয়মিত পরিচ্ছন্নতা ও অবৈধ স্থাপন অপসারণ কার্যক্রমের অংশ।
কোথায় অপসারণ করা হয়েছে?
ডিএনসিসির ওয়ার্ড ২০-এর গুরুত্বপূর্ণ কিছু সড়ক ও এলাকায়:
বীর উত্তম এ কে খন্দকার সড়ক
তাজউদ্দিন আহমেদ সড়ক
মহাখালী রেলগেট
সেতু ভবনের সামনে
আমতলা মোড়
জনস্বাস্থ্য গেট এলাকা
ডিএনসিসির বক্তব্য
ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছেন— তারা নিয়মিতই শহরের বিভিন্ন জায়গায় অবৈধ পোস্টার, ফেস্টুন ও ব্যানার সরাচ্ছেন।
ডিএনসিসি প্রশাসক জানান, শুধু নভেম্বর মাসেই পুরো নগরজুড়ে ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি জারি
ডিএনসিসি একটি গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে:
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, বিলবোর্ড, এলইডি বিজ্ঞাপন ইত্যাদি লাগিয়েছে, তাদের ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে এগুলো সরাতে হবে।
না সরালে জরিমানা, উচ্ছেদ, এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং অনুমতি ছাড়া এইসব বিজ্ঞাপন ও পোস্টার লাগানো আইনত অবৈধ। তাই নগর পরিষ্কার রাখতে ও শৃঙ্খলা বজায় রাখতে ডিএনসিসি এসব অপসারণ করছে।
এসআর
মন্তব্য করুন: