আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সামনে রেখে আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে।
সকাল ১০টায় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠন অনুষ্ঠিত হবে।
সভায় আইন ও প্রচলিত রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিলোত্তর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি গণভোট আয়োজন, নির্বাচন প্রস্তুতির অগ্রগতি, মাঠপর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ ও সমন্বয় জোরদারের বিষয়গুলো আলোচিত হবে।
মক ভোটের অভিজ্ঞতা ও কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত
ইসির আলোচ্যসূচিতে আরও রয়েছে—
সভায় আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে—
এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিলের তারিখ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন—
“তফসিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ কোনো তারিখ প্রচার করলে তা সম্পূর্ণই তার ব্যক্তিগত ধারণা বা অনুমান।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি, এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এসআর
মন্তব্য করুন: