[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে জাতীয় সমাবেশ: যা বললেন বক্তারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ৬:১৬ পিএম

সংগৃহীত ছবি

আগামী জানুয়ারি থেকে নবম পে–স্কেলসহ বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ‘জাতীয় সমাবেশ’ করেছে গণকর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, সরকারি–আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি কর্মচারীরা অংশ নেন এবং বক্তব্য রাখেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে আবদুল গণি রোডের নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয় চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। আয়োজনকারী সংগঠন জানায়, এই সমন্বয় পরিষদের আওতায় বর্তমানে ১২৪টি শাখা কার্যক্রম পরিচালনা করছে।

সমাবেশে বক্তারা বলেন, “কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকার আর বিলম্ব করতে পারে না।” তারা ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই নতুন বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের জোর দাবি জানান।

পাঁচ দফা দাবি

১. বেতন কমিশন বাস্তবায়ন:
ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে পূর্ণ বাস্তবায়ন।

২. পেনশন ও পদোন্নতি সুবিধা পুনর্বহাল:
টাইমস্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন পুনর্বহাল এবং সচিবালয়ের মতো নিয়োগবিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন।

৩. অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ:
ওয়ার্ক–চার্জ, কন্টিনজেন্ট পেইড, মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক সব অস্থায়ী কর্মচারীর চাকরি নিয়মিতকরণ।

৪. রেশন ও নিয়োগ–ব্যবস্থার সংস্কার:
ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান, আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল, শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ এবং ব্লক পোস্টে পদোন্নতির ব্যবস্থাসহ সুবিধা নিশ্চিতকরণ।

৫. ট্রেড ইউনিয়ন অধিকার:
আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারার আলোকে সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার প্রদান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর